সংখ্যালঘু
নয়ন ওঝা

আমি!
আমি সংখ্যালঘু।
আমি সনাতন ধর্মাবলম্বী।
অমি হিন্দু ধর্মের তা অনেকে বলে।
আমি  জন্মসূত্রে  বাংলাদেশী  নাগরিক।
আমি স্বপ্ন দেখি বাংলায় স্বপ্ন আঁকি বাংলায়।
আমি আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা।
আমি  ও তারা  এই ভুমিতে জন্মগ্রহণ করি।
আমি অন্য দেশের বিতাড়িত শরনার্থী নই।
আমি  গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশের।
আমি স্বাধীন সর্বভৌম নাগরিক।
আমি একজন বাংলাদেশী।
আমি সংখ্যালঘু নই।
আমি বাঙালী।
আমি হ্যাঁ।
আমি।