পদচিহ্ন
নয়ন ওঝা

কখনো যদি তুমি আসো
তোমার পদচিহ্ন রেখে যেও
আমার সমাধির আঙ্গিনায়।

আমার সযত্নে লাগানোর তুলসী গাছের বেড়িতে
এক ঘটি জল তুমি ঢেলে যেও
কৃতজ্ঞ থাকবো।

জানি হয়তো আমি সেদিন
কিছুই দেখবো না কিছুই শুনবো না।
কিন্তু আমার মনের আকাঙ্ক্ষার সমাপ্তি ঘটবে
যেদিন তুমি আমার আঙ্গিনায় আসবে।

আমার জীবন দ্শায় তোমার আগমনের
অপেক্ষার প্রহরের শেষ বিন্দু
সময়টাও শেষ হয়ে গেল।
হয়তোবা এটাই বিধাতার ইচ্ছে ছিল।

সত্যি বলতে আমি এরকমটাতেই অভস্ত
অপেক্ষা! অনুসরণ আর প্রতিক্ষা
আমার নিত্যদিনের সঙ্গী
আমার মন কখনোই কষ্ট বা যন্ত্রনা অনুভব করে না
হয়তোবা অনুভবের যন্ত্রটা অনেক আগেই
স্তব্ধ কিংবা নষ্ট হয়ে গেছে।

তোমার কাছ থেকে প্রথম পাওয়া
সেই কাঠগোলাপের ফুলগুলো
এখনো আমার লালসালু জরানো ডায়রীর দশম পৃষ্ঠার ভাঁজের মধ্যে রেখে দিয়েছি,

শুকিয়ে চৌচির হয়ে পড়ে আছে দশম পৃষ্ঠার ভাঁজে
শুধু স্মৃতির মুর্চনা হয়ে জড়িয়ে আছে আমার হৃদয়।
তবে সত্য এটাই শুকনো ফুলগুলোই আমার কাছে এক একটা নতুন দিগন্ত, নতুন বাঁচার আশা।

আমি কখনই কিছু উপহার দিতে পারিনি তোমাকে
কিন্তু আমি নিজেকেই সমর্পণ করেছি তোমাতে
জানিনা এটাই বা কতোটুকু দান তোমার কাছে
তবে সবকিছু প্রদান করিলাম আমার ভুবনে।

যদি তুমি আসো পদচিহ্ন রেখে যেও
আমার সমাধির আঙ্গিনায়।
যদি তুমি আসো পদচিহ্ন রেখে যেও
আমার হৃদয়ের মাঝে।।