পাবে না খুঁজে আমারে
নয়ন ওঝা
অপেক্ষা করিয়া বসিয়া রহিলাম,
রহিয়াছি তোমার পথ পানে চাহিয়া,
কখন আসিয়া দেখা দিবে বন্ধু
দেখিবো নয়ন ভরিয়া।
হৃদয় মাঝারে রাখিয়াছি আমি
তোমারো ছবি লুকাইয়া
না দেখিতে তোমারে,
কাঁদিতে- কাঁদিতে
আঁখি গিয়াছে মোর শুকাইয়া।
আমারে সরল পাইয়া
শত ভুল বুঝাইয়া,
চলিয়া গিয়াছো দূরে,
আমার আকুতি শোনোগো
তোমার চরণ ধরিগো
চলিয়া আসো বন্ধু ঘরে,
ভুলিয়া যাইয়োনা,
ছাড়িয়া যাইয়ো না তুমি মোরে।
ভাবের তরঙ্গে রাখিয়াছি তোমারে
আমার অঙ্গমাঝে জড়াইয়া।
তুমি না আসিলে ফিরিয়া,
যাবো আমিগো মরিয়া
যাবে ভাবতরঙ্গ ভাঙ্গিয়া
তখন কাদিবে বসিয়া বসিয়া।
সেদিন শত খোঁজাখুঁজি করে
পাবে না আমারে,
বলিগো বন্ধু তোমার দ্বারে,
আমার হাজারো অপবাদ,
শতো অবহেলা ,
রাখিও সেদিন স্মরণে,
সেদিন খুজিবে ঠিক আমারে।
পাবে না খুঁজে আমারে।।