নিজেকে নয় হত্যা
নয়ন ওঝা।
নিজেকে নয় হত্যা
করো অস্তিত্ব রক্ষা
নিও না গো নেশা
নাও সংস্কৃতির শিক্ষা।
রক্ষা করো মাতা পিতা
রক্ষা করো সমাজ,
ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে
প্রার্থনা করো হবে আজ।
মদ গাঁজা ফেনসিডিল
এলএসডি কভু করিও না গ্রহণ,
স্ব-ইচ্ছাতে অকালমৃত্যু
তুমি করিও না বরন।
সুন্দর সুখের স্বপ্ন দেখো
ভালোবাসো নিজেকে,
নেশা স্বজন আছে যে জন
বর্জন করো তাকে।।