মৃত্যুর পিছে ছোটা
নয়ন ওঝা
আমরা সবাই ছুটছি যেন শুধুই মৃত্যুর পিছে,
দুনিয়ার যতো ধন সম্পত্তি সবকিছু তো মিছে।
আমার আমার বলে কতো করি মাতামাতি,
ভাবিনি কভু আমার জন্য শুধু সারেতিন হাত মাটি।
আপন স্বজন বন্ধু বান্ধব সবাই হবে পর,
একদিন তো ছাড়তে হবে বসত বাড়ি ঘর।
নিথর দেহ খাটিয়া করে নিবেন মাঠের ধারে,
কবর দেশে রেখে আসবে আমায় একা করে।
সাথে কেউ থাকবে না সেদিন ভুলে যাবে সবে
থাকবে শুধু কর্মটুকু এই দুনিয়ায় পরে,
ধর্মের বিভেদ ভুলে গিয়ে কর্ম করতে হবে
মন্দির মসজিদ মনের মাঝেই দেখ হিসেব করে।(সংক্ষিপ্ত)