মনের আঙ্গিনায়
নয়ন ওঝা।
মনের আঙ্গিনায় জমেছে মেঘ
তোমার বিহনে থাকিয়া,
তুমি আসিলে গলিবে মেঘ
অঝোরে বৃষ্টি ঝড়িয়া।
অন্তরের অনলে জ্বলি সয়ং
না হেরিলে তোমার বদন,
তোমার স্পর্শে শুশীতল হয়
অবুজ হৃদয়ের দহন।
জলবিনে মাছ যথা থাকেন
শুকনো মাটির নিচে,
তোমা ছাড়া তেমন আমি
রয়েছি প্রানে শুধু বেঁচে।
দূরবীন দিয়ে যেমন করে
দেখেন দূর আকাশের তারা,
আমার চোখের দৃষ্টি তেমনি করে
তোমায় খুঁজে সারা।
রক্তবিন্দু যেরুপ চলে
দেহের শিরায়-উপশিরায়,
তুমি বন্ধু মিশে গেছো
আমার রক্ত কনিকায়।
আমার রক্ত কনিকায়।।