মম হে প্রার্থনা
নয়ন ওঝা ।

মম প্রার্থনা শোনো, হে প্রভু দয়াময়,
ক্ষম, করুনা করি মোর যতো অন্যায়।
কৃপা করি সুধাও অমৃতের সন্ধান
পাপিষ্ঠ হৃদয়ে এই মোর ধ্যান জ্ঞান।

ধরনি মাঝে কতো আনন্দ অভিলাষে
খুঁজেছি শান্তি, সুখের সুশীল সুভাষে।
মাতিয়া রয়েছি আচ্ছন্নতার আবেষে,

কল্পনা করেছি শুধুই জীর্ন-জরতা
রাখিনু স্মরণে স্রষ্টা, নিজ অজ্ঞানতা।
রাতুল চরণ, না করিলাম দর্শন,
হৃদয় কাঁদে আজ তাই করে স্মরণ।

রুপের রসে ত্যাজেছি শক্তি পূর্ন দেহ
রক্ষা কর বিধি, আজ নয় মোর কেহ।