জীবনের বেলা
নয়ন ওঝা

রং তামাশায় রঙ্গিন দুনিয়া
মাতিয়া খেলেছি বৃথা খেলা,
সংসারের ঘানি টানতে টানতে
ডুবে যায় মোর, জীবনের বেলা।

ভাব সাগরে দিয়েছি সাঁতার
জানিনা পারবো কি যেতে ওপার,
মায়ার তরী ভাসিয়ে দরিয়ায়
ছিকল বেঁধেছি পায়।

গোনা দিন মোর ফুরিয়ে যায় নিমিষে
লাগিয়ে গায় অন্তিম বায়,
গোধূলি লগলে ছুটেছি একলা
আমার অনন্ত আপন ঠিকানায়।।