জানি তুমি হারবে না
নয়ন ওঝা :-
নীল কুমারী আমি অনেক ভেবেছি
সত্যি বলছি আমি পারবো না,
গোসা করো না প্রিয়তমা
জানি আমি জানি তুমি হারবে না।
খেলার ছলে এসেছি আমি
তব তোমার দ্বারে,
সন্ধ্যাবেলা গুটিয়ে খেলা
চলব মম কুটিরে।
নীল কুমারী তুমি কেন বোঝনা
খেলা শুধু আনন্দের,
আবেগের বশে নয়।
ভালোবাসা সে তো কঠিন কাজ
হৃদয় দিয়ে হৃদয় স্পর্শিতে হয়।
সত্যি বলছি তা আমি পারবো না
হতাশ হয়ো না তুমি,
জানি আমি জানি তুমি হারবে না।
আবেগের বশে আমাকে মিশ্রিত করেছো
তোমার চিন্তা চেতনায়,
বুঝতে যেদিন পারবে তুমি
জানবে সেদিন অপরাধ আমার নয়।
হঠাৎ করে এই দূরে চলে আসা
ভেবোনা কখনো লুকোচুরি,
ওহে বন্ধু সময়মতো আসবো আমি
আসবো তোমার বাড়ি।
নীল কুমারী ভালো থাকো সবসময়,
দুশ্চিন্তা দূর ভাবনা মোটে কর না।
সত্যি বলছি আমি পারবো না,
জানি আমি জানি তুমি হারবে না।