ইচ্ছা করে
নয়ন ওঝা
ইচ্ছা করে আকাশ পানে
পাখি হয়ে উড়তে
ইচ্ছা করে মরুর দেশে
উটের পিঠে চরতে।
ইচ্ছা করে দূর আকাশে
মেঘ হয়ে ভাসতে,
বাষ্পভূত হয়ে আবার
বৃষ্টি হয়ে নামতে।
ইচ্ছা করে ফুল হয়ে
গাছের ডালে ফুটতে,
ইচ্ছা করে ভ্রমর হয়ে ঐ
ফুলের মধু লুটতে।
ইচ্ছা করে সাগর পানে
নৌকো নিয়ে ঘুরতে,
ইচ্ছা করে জাল ফেলে ঐ
সাগরের মাছ ধরতে।
ইচ্ছা করে গরুর পালের
রাখাল ছেলে হতে,
ইচ্ছা করে সোনার ফসল
ফলাই নিজের হাতে।