ধিক্কার তোদের কর্ম
নয়ন ওঝা
ইসরায়েল আর পাকিস্তান
একই সাজে গড়া,
সৃষ্টিকর্তার কারাগারে
পরবি তোরা ধরা।
অন্যায় ভাবে শিশু কিশোর বৃদ্ধ বালক
মেরে তোর করছো শেষ,
ধিক্কার দিচ্ছে পুরো পৃথিবী
ধিক্কার জানাচ্ছে বাংলাদেশ।
একাত্তরের (৭১) প্রতিচ্ছবি
গাজায় আজ বহমান,
নিরীহ বাঙালি কে মেরেছিল সেই নরপিচাশ
হানাদার অফ পাকিস্তান।
ধিক্কার ইসরায়েল , ধিক্কার পাকিস্তান,
ধিক্কার তোদের কর্ম,
তোদের সংঙ্গ দিবে যারা
নষ্ট হবে তাদের নিজ ধর্ম।।