ধর্ম
নয়ন ওঝা।

ধর্ম ধর্ম ধর্ম
ধর্ম আসলে কি জিনিস ভাই
আমায় সুধাও তাই,
দেখ হিসাব কষে,
অংকটা কি মিলবে যোগ বিয়োগ এর শেষে।
আমি শুধু ভাবি তাই
ধর্ম কি জিনিস আমায় শুধু সুধাও ভাই।

হিন্দু-খ্রিস্টান-মুসলমান
অন্তরে স্রষ্টার করো আহ্বান,
যেতে তোমার হবেনাকো মন্দিরে খুঁজতে ভগবান।
মসজিদেতে নামজ পরো বিশ্বাস রাখো মনে
আল্লা করিম আছেগো সাইঁ যগৎ মাঝারে,
গির্জাতে ঐ ছোট্ট শিশু খুঁজছেন নাকি খ্রিষ্ট জিশু
জ্ঞান চক্ষু খুলে খুঁজ অন্তরে অন্তরে।
স্রষ্টা খুঁজতে যেতে হবেনাকো ভাই
গির্জা-মসজিদ-মন্দিরে।

ধর্মের মর্ম বুঝে করো স্রষ্টার উপাসনা
ধর্ম নিয়ে বাড়াবাড়ি কভু করোনা,
আপন ধর্ম যতো বড় তোমার কাছে ভাই
অন্যর ধর্ম তদরূপ বড় কোন সন্দেহ নেই।
অপর ধর্ম করো যদি তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা
বলবো তবে পশু তুমি নেই প্রকৃত শিক্ষা।

মোল্লা তুমি পড়বে নামাজ তোমার মসজিদ মাঝে
তুমি মসাই করবে পূজা মন্দিরে ত্রিসন্ধ্যা সাজে,
বুদ্ধিষ্ট তুমি আদ্দ্য অক্ষরে করো বুদ্ধোর জপ,
খ্রিষ্ট তুমি জিশুর নামে করো অচিন্ত তপ।

জাতি ধর্ম প্রেমের মাঝে করো গো লোটালুটি
ধর্মের বিভেদ ভুলে গিয়ে আপন সত্তা গরি