ছোট বেলা
নয়ন ওঝা
ছোটবেলা ছোট আমি ছোট একটি মন
কবে বড় হব আমি সুধায় সারাক্ষণ,
ছোট বেলা স্বপ্নের ভেলা স্বপ্নে ভাসাতাম
ছোট ছোট স্বপ্নগুলো হৃদয় পুষতাম।
ছোট বেলায় বাবার সাথে মাঠের পানে গিয়ে
শাপলা শালুক তুলে খেতাম ডিঙ্গির উপর নিয়ে,
ছোট্ট খুচোন দিয়ে ধরতাম ছোট ছোট মাছ
শাপলা ফুলের মালা দিয়ে সাজতাম রঙিন সাজ।
গাঁয়ের যত শিশু-কিশোর সবাই বেঁধে জোট
মাঠের কোনে এঁকে দিতাম দাড়িয়াবান্ধার কোট,
বসন্তের বিকেলগুলো মাতিয়ে রাখতাম মোরা
কাঁটাবুহুরি, বকুল আর বেথফল খুঁজে হতেম সারা।
ছোট ছোট আম পেড়ে জরো করতাম কত
বকাবকি,পায়তারা আর ধাওয়া খেয়েছি শত ,
সন্ধ্যা রাতে পাঠের সময় হারিকেনের মৃদু আলো
অন্ধকার সব মুছে দিয়ে জ্বালিয়েছে জ্ঞানের আলো।