চাষার ছেলে
নয়ন ওঝা :-
চাষার ছেলে বলে আমার
গর্বের সীমা নাই,
চাষাইতো খাঁটি মানুষ
মনে হিংসা বিদ্বেষ নাই।
লেখাপড়া জানেন না তারা
তবে শিক্ষিতর হার বেশি,
তাদের স্কুল হলো প্রকৃতি-পরিবেশ,
শিক্ষক রবি শশী।
পাহাড়ের মত উদার তারা
সমিরনের মত সরল,
তারা তরুর মতো ছায়া দৃম
তৃপ্তিময় হয় জলের মতন।
পিঁপড়ার মতন কর্মী তারা
তেজে দিবাকর,
চন্দ্রের মত নম্র তারা
তারা ভুবনের ঈশ্বর।
সৃষ্টিকর্তার পরেইতো
মাতা-পিতার ঠাঁই,
মাতা-পিতার পরের স্থান
চাষে কৃষকদের চাই।
আহার যোগায় মোদের মুখের
শুধু নিজের মুখের নয়,
তবুও তো শতো চাষি
অনাহারে রয়।
অসুখ-বিসুখ নিত্যসঙ্গী
কুটুম ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস,
তবুও তারা সংগ্রাম করে
দেশের জন্য দেশের মানুষের জন্য
হাসিমুখে কাজে নামে
নিয়ে মনে আনন্দ উচ্ছ্বাস।
ধিক্কার জানাই তাদের আমি
ধিক্কার জানাই তাকে,
চাষা কৃষকদের অবহেলা করিস যারা
অশিক্ষিত মূর্খ বলিস যারা
ধিক্কার জানাই তোকে।।
উৎসর্গ: সকল চাষা-কৃষকদের।