বড় হও ভাই খেটে
নয়ন ওঝা
বড় হও ভাই খেটে
নয় কারো পা চেটে।
চলার পথে আসবে ওরা তোমার দিকে তেরে,
জড়িয়ে পরিও না ভাই অসততার ভিড়ে।
মনে সদা সত্য কর্মনিষ্ঠা নিয়ে
এগিয়ে যাও ভাই নিজের বাহুবলের দ্বারে,
বিলিয়ে দিওনা নিজেকে,
বিক্রি করিও না নিজের অস্তিত্ব
অন্যের ক্ষমতার দ্বারে।
নিজের উপর বিশ্বাস রাখো
ভরসা রাখ নিজের কর্মে,
আত্মসম্মান,আত্মতৃপ্তি,আত্মবিশ্বাস রাখা শ্রেয়
বর্নিত রয়েছে যার যার নিজ ধর্মে।
কর্মই সর্বধর্ম
স্মরণেরেখো সদাই
অন্যের উপর নির্ভরশীল
হয়োনা কভু ভাই।
ধর্মকে দাও কর্মরুপে
নিজ অস্তিত্বে স্থান,
কর্ম রুপি ধর্ম সাগরে
করো পবিত্র স্নান।।