আর নয় মা
নয়ন ওঝা।
আর নয় মা।
মা এবার তুমি জাগোওঠো
দুর্বৃত্তের আগুনে।
তুমি কেন জ্বলছো মা ?
জ্বালিয়ে দাও মা ভন্ড ভিরুদের আখড়া।
তোমার অস্তিত্ব তুমি করো রক্ষা,
বিনাশ করো,
ধংস করো,
ধর্মপিপাশু শয়তানদের
পাপিষ্ঠ উচ্ছ্বাসিত ছোকড়া।
ওদের শক্তির কাছে গো মা
অসহায়-অসমর্থ তোমার ছেলে,
ওরাই তো সংক্ষাগরিষ্ট
ভাড়ি দলে বলে।
নিজের চোখে নিজের মায়ের
দেখে অপমানের চিত্র,
বক্ষপুরে অশান্তির অনলে
অশ্রুসিক্ত মম নেত্র।
ছন্নছাড়া করেদে মা উগ্রপন্থীর
সম্মিলিত মিছিল,
তোকেই রুখতে হবে মাগো
শত্রুর ছোড়া অগ্নীঢিল।
তোর সন্তানে রক্ষা কর মা
শক্তির মসাল জ্বালিয়েদে রক্তে,
শত্রুর শত্রুতা যেন রুখতে পারি
মায়ের সন্মান যেন রাখতে পারি
সকল অন্যায়ের বিরুদ্ধে যেন
সদা সচ্চার পারি যেন থাকতে।।