আপন সততার গুরুত্ব।
নয়ন ওঝা।
সতত হারাচ্ছে মানুষ সততার অস্তিত্ব
অসততার ভিরে মানুষ ভুলছে,
আপন সততার গুরুত্ব।
সততা হারিয়ে গেল আসলো অসততার যুগ
সতত হারাচ্ছে মানুষ সততার আত্ত তৃপ্তির সুখ।
লোকে বলে সততা মানুষের অমূল্য সম্পদ
বর্তমানে সততাই ডেকে আনে
আপদ আর বিপদ।
সততার উপর ভর করে চলে জেই জন,
হাজারো বাধা বিপত্তি তরে বলে শুধি জন।
স্বার্থের জন্য সততা দিয়ে বিসর্জন
মানুষের সর্বনাশে লিপ্ত পাপিষ্ঠ সে জন।
ধর্মের নাম কুলাঙ্গার তুই করেছিস ব্যবসায়
সারাজীবন শুনিয়েছিস মানুষকে ধর্মের কিসা।
সততার চাপাবাজি করেছিস মুখে
ধর্ম কর্ম ভুলেছিস আনন্দের সুখে,
ভুলেছিস স্রস্টার সঠিক সংবিধান
সতত সততা করো প্রতিঠান।