অন্ধকার
নয়ন ওঝা...
অন্ধকার তুই কেন এতো কালো
তোর কি নেই কোথাও কোন আলো।
তুই কেনইবা থাকিস এতো নিঝুম
তোর কি নেই চোখে ঘুম।
অন্ধকার তুই কি জানিস একটি সত্য
তোর আর আমার আছে অনেক ঐক্য।
তোর যেমন নেই কোন আলো
ঠিক আমিও জে তোর মতোই কালো।
অন্ধকার আমি আর তুই জানিস কেন এতো কালো
তুই আর আমি ছাড়া জগতের সাবাই যে ভালো।
অন্ধকার চল আমরা করি ভালো হওয়ার ধ্যান
যদি তোর আর মোর কপালে জোটে আলোর সন্ধান।