আমি তাকে ভালোবাসি,
নয়ন ওঝা
আমি তাকে ভালোবাসি,
হ্যাঁ আমি তাকেই ভালবাসি।
সে আমাকে ঘৃণা করলেও
আমি তাকে ভালোবাসি।
তারমধ্যে আমি ভালোবাসা খুঁজে পেয়েছি
আমি অনুভব করেছি , শুধু ঘৃণাই নয়!
তার হৃদয়ে আমার জন্য ভালোবাসা ও রয়েছে,
আর সেই ভালবাসার পরিমাণ
আমার চাওয়ার অনেকটা ঊর্ধ্বে।
সে কেনই বা এখন আমায় ঘৃণা করবে না
কেননা আমিতো তার মন ভেঙ্গেছি,
আমিতো তার বিশ্বাস ভঙ্গ করেছি।
সে যতবারই ভালোবাসার
ডালা সাজিয়ে নিয়ে এসেছে
আমি যে তাকে ততবার
শূন্য ডালি নিয়ে ফিরিয়ে দিয়েছি।
ফিরিয়ে দিয়েছি শত সহস্র বার।
আমার হৃদয় ছিল অন্যদের অবহেলা আর গ্লানি
আমি তো শুধু আমাকে অনেকটা
উঁচুতে আসনে দেখতে চেয়েছি,
আমি সবসময় অর্থ বিত্তর পেছনে ছুটেছি
ছুটেছি শুধু নাম যশ আর খ্যাতির পিছনে
আজ আমি সব পেয়েছি শুধু হারিয়েছি তাকে।
আমি এতো দিন কাঁদিয়েছি তাকে
বুঝিনি এতোটা ভালোবাসা দিয়েছে আমাকে,
গ্রহন করতে পারিনি আমি তার ভালোবাসা
ধারন করতে পারিনি সে মোর ব্যার্থতা।
আজ আমার সবকিছুর বিনিময়ে তাকে চাই
হ্যাঁ আমি তাকেই চাই,
আমি তাকে ভালোবাসি।
হ্যাঁ আমি তাকেই ভালবাসি
সে আমাকে ঘৃণা করলেও আমি তাকে ভালোবাসি।।