আমি চাই-
নয়ন ওঝা...
আমি চাই,
তারা খুব খুব খুব ভালো থাক
যারা আমাকে অনেক ঘৃণা করে,
এই ভেবেই তাদের ভালোবাসি-
এতো ঘৃণার পরেও তারা আমায়
পুষছেন অন্তরে।
ভালোবাসা নয় ঘৃণাই প্রাপ্য
তাও তো আমি জানি,
তোবুওতো তাদের জন্য কাঁদে
মম হৃদয় খানি।
যতোই ঘৃণা করো আমায়
যতোই করো আমার মৃত্যু কামনা,
ভালোবেসে যাবো তোদের
তোদের ছাড়তে পারবো না।
আমি চাই ,
আমি চাই তোরা অনেক বড় হবি
উঁচুতে আকাশ সমান,
আমি চাই তোদের হৃদয় ফুটুক
সত্য সুন্দর জ্ঞান।