আমার জীবন রথ
নয়ন ওঝা.....
আজ আকাশে অনেক তারা
কোথাও নেই অন্ধকার,
আমি জাকে ভালোবাসি
সে আমায় করবে কি শিকার।
অনেক তারার মাঝে জেমন
একটি মাত্র শশি,
তাকে আমি ভালোবাসি
ভালোবাসি দিবানিশি।
চন্দ্র জেমন সূর্যের আলোয়
জ্যোৎস্না বিলায় রাতে,
আমি তেমন থাকবো সদা
তোমাতেই মেতে,
ঝরের রাতে বিজলীর আলোয়ে
যেমনি চলে পথ,
তোমা বিনে তেমনি চলে
আমার জীবন রথ।