আমার বাবা
নয়ন ওঝা

আমার বাবা-
আমার ছোট্ট সোনা
আমার প্রিয় জন,
পৃথিবীতে বাবার মতোন
হয়না বুঝি কেউ আপন।

আমার বাবা আমার ছেলে
সদা বাবা বলে ডাকেন,
বাবা আমার সকল সুখে-দুঃখে
আমার পাশে থাকেন।

বাবা আমার মরুভূমিতে
জলের সঞ্চার,
বাবার মতো এমন দয়াল
দুনিয়ায় নাইকো আর।

বাবা তুমি,
আমার বাবা
আমার হৃদস্পন্দন,
তোমার সাথে আমার ওগো
জন্মান্তরের বন্ধন ।

বাবা তোমার রক্তে রসে
আমার উৎপত্তি,
বাবা তোমার সততাই
আমার মূল ভিত্তি।

বাবার কাঁধে বসে আমি
ঘুরে পেতাম আনন্দ,
শতো কষ্টের পরেও বাবা
কখনোই হতেনা ক্লান্ত।

বাবা হলেন প্রতিটি সন্তানের
শ্রেষ্ঠ আশ্রয়স্থল,
বাবাই তো সন্তানের
একমাত্র বাহুবল।

বাবা হলেন বটের ছায়া
গ্রীস্মের দুপুর বেলা,
বৃদ্ধ বয়সে বাবাকে কেউ
করিও না অবহেলা।
ওগো কখনোই বাবাকে কেউ
করিও না অবহেলা।।