একচোখা:-
নয়ন ওঝা।

নিরবতাতেই সঠিক তুমি
জানবে লেকে ভালো,
মুখ খুললেই তুমি খারাপ
সবার থেকে কালো।

সঠিক কথা বললে তুমি
হবে রে একচোখা,
কভু কথা বলবে না গো
খেলেও তুমি ধোঁকা।

আপন স্বজন বাসবে ভালো
করবে কতো যতন,
মুখটা তুমি বন্ধ রাখলে
হবে তাদের মনের মতন।

মরে যাবে তবু তাদের
করবে গোলামী,
তবেই তো - তুমি তাদের
হবে চোখের মনি।

আপন সত্তা ভুলে গিয়ে
চাটবি তাদের পা,
তবেই তো আসল মানুষ
টিপবে যে তোর গা।

ভুল করেও যদি কিছু
দেখিস তাদের ভুল,
মুখ খুলবিনা -
ওরে খোকা
ভুলে যাবি!
খাবিরে গাওয়া গুল।

হুজুর হুজুর করবি তাদের
দেখলে আশেপাশে,
আসতে যেতে প্রানাম দিবে
মুসকি মুসকি হেসে।

এসব যদি করতে পারো
তুমি সবার কাছে,
সুনামের বন্যায় ভাসবে তুমি
সবার সামনে পিছে।

তোমার নামের আগেই হবে
শ্রী যুক্ত বর্ন,
যদি তুমি বন্ধ রাখো তোমার
দুই কর্ন্য।

যদি পারো বন্ধ রাখতে
তোমার দুটি আঁখি
তবে তুমি সবার প্রিয়
হবে সবার সখী।

শনি আছে তোর কপালে
যদি মুখখান খুলিশ,
বাড়ি শ্মশান হয়ে যাবে
থানায় দিবো নালিশ।

বুঝবি তখন কয়দিন আছো
এই পৃথিবীর বুকে,
মারবো তোকে হতোতছরা
মারবো ধুঁকে ধুঁকে।।











বিঃদ্রঃ : বর্তমান সময়ে নিজের পরিবারের উপর দিয়ে ঘটে যাওয়া কিছু ঘটনার বর্ণনা ।