অগ্নি ফানুস
নয়ন ওঝা...
ওরে অতি উৎসাহী মানুষ
উরাচ্ছ লাল নীল রংঙ্গিন অগ্নি ফানুস,
আনন্দে আত্মহারা হয়ে করিস উল্লাস
সাধারণ মানুষের ঘর বাড়ি পুড়ে হয় খালাস।
অনল জ্বালিয়ে পবনে উরিয়ে আসমানে দিশ ছেড়ে
দাঁড়িয়ে শহরের উঁচু বহুতল ভবনের ছাদে,
অট্ট হাসি হেসে রঙ রসে মেতে মাতাল দামাল বেশে
অগ্নি ফানুস ছেড়ে, অগ্নি ডিল পটকা-বাজি মেরে
শান্ত সিষ্ট সভ্য মানুষদের ফেলিশ বিপদে।
মস্তবড় আয়োজনে হস দিশাহারা
কখনো কি দেখেছিস তোরা তোদের চেহারা,
বাঙালী শুর ছিন্ন করে গাস ভিন্ন গান
তোরাইতো ভুলেছিস ভাষা শহীদদের আত্মত্যাগ
রাখিসনি মায়ের চোখের জলের সন্মান।
ফানুসের অগ্নি লেলিহান আভা তে
পুরে ছারখার দশটি স্থান রাজধানী ঢাকাতে,
হতা হতো কতো মানুষ স্বপ্ন পুড়ে ছাই
তবুও শুভেচ্ছা বিনিময় করবো আমরা সবাই।
তবুও হ্যাপি নিউ ইয়ার বলবো আমার সবাই।
আতশবাজি, পটকা-বাজি, বোমাবাজি
ফানুস বাজি করবো আমার সবাই।
কখনো পালটাবোনা আমার সবাই।।
বিঃদ্রঃ: বাংলাদেশের রাজধানী ঢাকায় ফানুসের আগুনলেগেছে দশ স্থান, এবং ঘর বাড়ি পুড়েছে এবং মানুষ দগ্ধ হয়েছেন , কিন্তু ফানুস ও পটকাবাজি করা সমর্পণ ভাবে নিষিদ্ধ ছিলো।
এর প্রতিবাদে আজ আমার কবিতা।