আবেগ
নয়ন ওঝা (মাধবী লতা)
অনেক দিনের অনেক কথা
বলবো বলে ভেবেছি,
চোখের সামনে দেখে তোমায়
সবকিছুই তো ভুলেছি।
অনেক দূরে আছো তুমি
চোখের সামনে এঁকেছি,
আবেগ দিয়ে তোমায় বন্ধু
ভালো যে আমি বেসেছি।
না বলা কথা গুলো
মনের মধ্যে লুকিয়ে,
দৃষ্টিপানে থাকবো বন্ধু
তোমার দিকে তাকিয়ে।
তুমি বন্ধু আছো আমার
হৃদয়ের ছোট্ট কুটিরে,
তোমার জন্য দিশেহারা
হয়েছি অন্তর বাহিরে।
উৎসর্গ: মাধবী লতা।
# কবিতাটি মাধবী লতার সাথে কথোপকথন এর সময় লাইফে লেখা হয়েছে।