অবক্ষয়
নয়ন ওঝা

দেশটাকে আজ ধংস করে
ব্যবসায় ব্যাস্ত সবাই,
সমাজটাকে দিন-দুপুরে
করছে শুধু জবাই।

গরিব দুঃখীর চাল করছে চুরি
ঐ বিত্তশালী  চেয়ারম্যান,
ভোটের আগে জনগণের,
পায়ে চুমু দিয়ে জান,
সু্যোগ পেলেই বলে উঠেন
ভোট-টি বাবা আমায় দেন।

শিক্ষাঙ্গনে শিক্ষার পিছু
ছুটছে কিছু কুলাঙ্গার,
ছাত্র/ছাত্রী বাধ্য করেন,
বলেন আমার কাছে -
কোচিং কর।

হাসপাতালে সেবার নামে
করছেন রুগী কোরবান,
টেষ্ট বাণিজ্যে নাম লিখেছেন
ডাক্তার নামের ভগবান।

সংবাদকর্মী টাকার লোভে
করছেন ভূয়া প্রতিবেদন,
রিক্সা চালকের কাছ থেকে
নিচ্ছে চাঁদা ট্রাফিক,
সবকিছু যেনেও চুপচাপ প্রশাসন।

পুলিশ মোদের জান-মালের
দিবেন নিরাপত্তা,
স্বার্থের জন্য সবই পারেন
করেন দিন-দুপুরে হত্যা।

এবার আসি পরিবারে !!
আপন-স্বজনের কাছে,
অর্থ বিত্ত না থাকিলে
সব সম্পর্ক মিছে।

ভাইয়ে ভাইয়ে হানাহানি
নিয়ে অর্থ-সম্পত্তি,
একে অন্যের শত্রু হয়ে
করেন কাঙ্ক্ষিত ক্ষতি।

পিতাপুত্রের ভালোবাসা
অন্তরের অন্তর,
বৃদ্ধ পিতার জায়গা হয় তাই
বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘর।

যাহার পেটে নয়মাস ধরে,
রক্ত মাংস সবই খেয়ে,
পৃথিবীতে আজ এসেছো,
এতো অকৃতজ্ঞ-নিকৃষ্ট-পাপিষ্ঠ
স্ত্রীর কথায় মায়ের গায়ে
হাত তুই তুলেছো।

ছি ছি ছি ধিক্কার ধিক্কার
এই সমাজ ব্যাবস্থার।।