ও আকাশ,
শুনবে আজ আমার কথা?
বলবে কিছু আমার সাথে?
নাই বা বললে আজ কথা,তারার সাথে;
নাই বা হলো দেখা আজ চাঁদের সাথে;
নাই বা হলে আজ জোৎস্নার সাথী,
হও না আজ আমার তুমি!
না গো,পারবোনা যে হতে তোমার,
জোৎস্না রয়েছে অপেক্ষায় আমার।
তারা যে আমার চোখে-হারা,
আর চাঁদ!আমায় না পেলে তার বড্ড বিষাদ!
তুমি বরং একলাই থাকো,
বরাবরের মতো -
আজ ও না হয় শুধু আমায় চেয়ে দেখো।
ও আকাশ,চলে যাবে তুমি?
যাচ্ছি না তো,এই যে আছি আমি।
সে তো অনেক দূরে!
বোকা মেয়ে!
আকাশ কি কখনো তোমার হতে পারে?
আকাশ তো চাঁদের,জোৎস্নার,তারার।
তবে আমার?
ওই যে, একাকিত্ব!সেটাই যে শুধু তোমার!!