প্রিয়তমেষু,ভালোবাসিয়াছি তোমায়।
বহুকাল ধরিয়া,বহুপথ ঘুরিয়া পাইয়াছি তোমার সন্ধান।
অনুসন্ধানে তোমার হইয়াছি হয়রান,কখনও বা অবসান।
তবুও থামিনাইতো আমি,হইনাইতো বিরত-নিরস্ত;
রহিয়াছি কেবল তোমারই অন্বেষায় নিয়ত-নিয়োজিত।

হে প্রিয়তমেষু,
জানিনা জ্ঞাপিতে ভালোবাসা;
করিতে প্রেম নিবেদন,
নাহি জানি রচিতে কাব্য-প্রণয়ন,
কেবল জানি,নিজেকে আজ করিয়াছি সমর্পণ।

প্রিয়তমেষু,
তোমার প্রেমে আজ নিমজ্জিত আমি,
তোমার প্রণয়-সায়রে আজ অবগাহিত আমি।
তব প্রেম-শরণে আজ বরিয়া লহ মোরে,
তব অনুরাগে আলিঙ্গন করো চিরতরে।

হে প্রিয়তমেষু,
স্মরিয়াছি তোমায় প্রতিক্ষণ, প্রতি অহর্নিশি
সোপিয়াছি সর্বস্ব,নইতো আর বিলাসী,
অন্বর্থে কেবল প্রত্যাশি তোমায়,যাচি আমার রবে,
অর্জিলে তোমায় পূরিবে আশ,মিটিবে তৃষ্ণা তবে।