কিছু সময়ের ব্যবধান, আর কিছু যোগাযোগহীনতা,
কেবল তাই নয়, সাথে আমার ক্রমাগত
অবহেলা আর নিষ্ঠুরতা।
প্রতিবার তোমার আশার ক্ষীণ প্রদীপ এক মুহূর্তে নিভিয়ে দেয়া,
ঝড়-ঝাপ্টা পেড়িয়ে নতুন বোনা স্বপ্ন আবার দুমড়ে-মুচড়ে একাকার করে দেয়া।
ক্লান্ত তুমি যখন সামান্য শান্তির খোঁজে নেশায় মাতাল-
তখনো আমি কেবল আমার ধ্বংসলীলায় উন্মত্ত- বেতাল।
অবজ্ঞা-অবহেলায় নিঃশোষিত সেই তুমি এখন বদলে গেছো পুরোপুরি,
এই নতুন তোমায় আজ হাজার চেষ্টায় ও চিনতে পারিনা আমি।
আবেগী তুমি আজ আর আমায় নিয়ে আবেগে ভাসোনা জানি,
তোমার ভাবুক মনের ভাবনায় আজ আর কোথাও নেই আমি।
আমায় ছাড়া বাঁচার কথা ভাবতে না পারা তুমি
আজ নির্দ্বিধায় আমায় ছাড়া ভালোই আছো শুনি।
অপরিণত-অবুঝ বলে ভর্ৎসনা করেছিলাম যে তোমায়,
সেই তোমার পূর্ণ পরিপক্কতা আজ অবাক করে আমায়!
তোমার অশেষ উন্মাদনা যে আমায় বিরক্ত করতো প্রতিমুহূর্ত,
সেই আমিই আজ সেইসব উন্মাদনা খুঁজে বেড়াই অবিরত।
কিন্তু জানো কি তুমি?
এ বদল আমায় অবাক করে সত্যি,তবে কষ্ট দেয় না একদমই!
এ বদল আমায় ভাবায় সত্যি, তবে এ বদলের আর বদল চাইনা আমি!
এই তো চেয়েছিলাম আমি,এই তোমাকেই তো দেখতে চেয়েছি আমি।
আঘাতের পর আঘাতে পাথর করেছি তোমায় আমি নিজ হাতে,
কাঁদাতে কাঁদাতে তোমার চোখ মরুভূমি করেছি আমার অশেষ নির্দয়তা তে,
প্রতিবার তোমার মন ভেঙ্গে চুড়মাড় করেছি আমার নিষ্ঠুর অবহেলা তে।
আমায় কৃতিত্ব তুমি দাও বা না দাও এতে-
আমি জানি,তোমার এ বদল হয়েছে কেবল আমারই চাওয়াতে।
পরিশেষে বলি,এভাবেই ভালো থেকো তুমি,এগিয়ে যেয়ো এভাবেই,
শুধু চাই - এ বদল যেনো অক্ষুণ্ণ থাকে এমনি করেই।