উষ্ণ রাত্রি, তোমা পানে ধায় অরুণ যাত্রী,
ঐ শীতাংশু জানে কতটা ভালোবাসি।
নির্বাক রাত্রির ত্রস্ত চাহনী যখন মন জুড়ে,
নিশিরা বাড়ি ফেরে আপন বাহু ডোরে।
অন্তিম মায়ার অশ্রু চুমি,
অশ্বমেধের বেলাশেষ তুমি।
শাদা ছাই ছুড়ে উড়ে দূরে,
পুড়ছ চিতায় আস্ত কুঁড়ে।
ব্যাঙ্গাচির আকাশ স্পষ্ট ভীষণ,
নব যৌবনা আষাঢ়-শ্রাবণ।
হলদে পাখির ডানাতে স্বপ্ন কাঁদে,
কালো মুখের আড়ালে ছলনা ফাঁদে।
এই কাঁঠাল চাপার অনেক জনম আগে,
হলদে পাখির লাল ঠোঁটে নতুন স্বপ্ন জাগে।