আমরা হারিয়ে যেতাম
কোনো এক অদ্ভুত নীল আলোতে।

ফ্যালফ্যালে চোখে
তাকিয়ে থাকতে তুমি।

আমি হাত বাড়িয়ে দিতাম
কিন্তু ছুঁতে পারতে না তুমি।

অস্তিত্ব মাঝে মাঝে বড় অবসাদগ্রস্ত হয়
পরাবাস্তব কল্পনায় কাটে অলস সময়।

আমরা হারিয়ে যেতাম
কোনো এক অদ্ভুত নীল আলোতে।

তুমি আসতে পায়রা সফেদ শাড়িতে
মেঘকালো খোলা চুলে।

হতো রৌদ্রতপ্ত দুপুরের সাথে ক্ষণিক খুনসুটি কিংবা হলুদ বৈকাল আকাশে চন্দনার উড়া-উড়ি।

নীলাভ জ্যোৎস্নায় দাঁড়িয়ে
ধূসর মরুভূমিতে আঁকতাম পদচিহ্ন।

উদভ্রান্ত রাতের সর্পিল পথ মাড়ানো আকুতি
"খোঁজ করো, খুঁজে দেখো আমায়"।

আর্তচিৎকারে ঠাসা ঝর্ণার শব্দ বাণ,
একদিন থাকবো না, থাকবে না কোনো শব্দের পিছুটান।

আমরা হারিয়ে যেতাম
কোনো এক অদ্ভুত নীল আলোতে।

মধ্যরাতের কালকূটের বিষ কিংবা
বিষম তিতকুটে লাল চায়ের
দু'টি পেয়ালা বাড়িয়ে দিতে তুমি

চশমা সরিয়ে ভ্রু কুচকে
আড় নয়নে
দেখতে ভোরের প্রথম কিরণ।

ক্ষুদ্র সত্ত্বার মাঝে বৃহৎ সত্ত্বার হাতছানি
আর "কেউ না" হয়ে বেঁচে থাকা একটুখানি।