অহর্নিশ ক্ষুধা, ক্লেশ, যা ইচ্ছে তাই,
তারচেয়ে বরং মরে যাই।
হয়ত আসে হু হু করা চৈত্রের শাদা দুপুর,
রোদপোড়া সাঁঝে হঠাৎ পাওয়া হারানো নূপুর।
যাপিত জীবনে আজ চিত্ত যখন মরুভূমি সাহারা,
প্রতীচী ভাবনাকে বারংবার জিজ্ঞাসে কাহারা?
ক্ষুধার্ত পৃথিবীর আজ এক দাবী, চাই আর চাই,
থাক এসব, তারচেয়ে বরং মরে যাই।