তথাপি নিষ্কৃতি নেই
জীর্ণ মন
ভুখা দ্বিপ্রহর
জাগা রাত
ছেঁড়া-খোঁড়া দিন
আমি আছি,
বেঁচে আছি, জেগে আছি
মনে আছে সব
আরও তো জীবন আছে বাকি
যা ছিলাম, আজও আছি
আরও বহু দূরে
আরও আরও আরও থাকা
সবইতো আমার
আমি তো এ-ই
তথাপি নিষ্কৃতি নেই।
আমি উড়ি শ্রান্তির পাখায়
ডানা মেলা বিশ্রামের ঘোরে
ওড়ে আর ওঠে
নামে, ভাসে।
কুঁচি-কুঁচি ছেলে বেলা
গুঁড়ো-গুঁড়ো আগের সময়
আমি ঘুরি কাজের চাকায়
গম্ভীর আওয়াজ করি,
হাওয়া ভরি ফাঁপা ঝুঁট বেলুনেই
তথাপি নিষ্কৃতি নেই।