শান্ত-সৌম্য-হৃষ্ট চিত্তে কীসের আহবান?
আপনাকে জানিবার তৃষা নাকি অভিমান?
আপন ললাটে আশ্রিত বিশ্ব-ব্রহ্মাণ্ড জানিবার সাধ
নাকি শুধুই ক্ষণিকের তৃপ্তি মেটানো ভালোবাসার খাঁদ।
বুঝতে বুঝতে রাত কাবার
প্রভাতের আবীর রাঙ্গা আন্ধার।
শুষ্ক মস্তিষ্ক শুদ্ধ জীবন
ক্ষুধা-কাম-বাসনার লবণ।
কোথা আছ হে মোর যামিনী?
আলা-বালা-দিল মাহবুবু ওয়াদ্দিনি।