সে আসে জ্যোৎস্না স্নাত ইন্দ্রজালে
তপস্যারত রাত্রি কিংবা প্রাতঃকালে
আলস্যময় মায়াবী দুপুরে
অথবা নিছক্ একের পর এক ধুম্র শলাকা পুড়ে।
সে আসে কোন এক পাহাড়ী বুনো ফুলের সরলতায়
সন্ধ্যা তারার মৃদু আলোর কোমলতায়
একাকী ছাদে বসে আকাশ পানে চেয়ে থাকা নিহারিকার সাথে আড্ডায়
আঁধারের তীব্র শুন্যতায়।
সে আসে অ্যালার্ম দিয়ে ঘুমুতে যাওয়ার আগ মুহুর্তে
আধেক দেখা স্বপ্নের অমীমাংসিত চাহনিতে
ভোর বেলা ঘুম থেকে ওঠার শেষ দু 'মিনিটে
তন্দ্রাহত ঝিম ধরা মাথার কাল্পনিক চরিত্রে।
সে আসে...
সে আসবেই।।