প্রিয়তমা !!!
তুমি কি দেখেছো আজকের সন্ধ্যা তারা?
আকাশের পূর্বকোণে জ্বলছে মিটিমিটি-করে
ভোর বেলা তার নাম হয় সুক তারা,
সন্ধ্যা গগনে যে জানায় আঁধারেকে নিমন্ত্রণ।
সমস্ত রাতের নীরব প্রণয়কে সাক্ষী রেখে
প্রভাতের বুকে লিখে যায় এক আলোর গল্প।
এ'যে এক অন্ধকার অরণ্যে উজ্জ্বলতার বিলাস
আনন্দলোকে ফুরিয়ে যাওয়া আধফালি চাঁদ
বাহ্ কী দারুণ শোকের নিদারুণ আবাহন
নিশাচর অবুঝ জীবনে আলপনা আঁকে নিঃশব্দে
ফেরারি মরীচিকায় ডুবে যায় সময়ের কালপুরুষ।

প্রিয়তমা !!!
জানি, তুমি এখন অন্য আকাশের চাঁদ,
অন্য কারো তুলির আঁচড়ে আঁকা কপালের টিপ
অন্য কারো ভালোবাসায় নষ্টশোকের যুগলবন্দী প্রেম
হারিয়ে যাওয়া বালিয়াড়ি জলে গোপন অ-সুখ,
আহ্ কী ভয়াবহ নিরুপম বিশ্বাসের পতন।  
তোমার পৃথিবী থেকে একমুঠো রোদ্দুর নিবো বলে
অপেক্ষায় গিয়েছে ফুরিয়ে নিযুত কোটি  ঘন্টা
প্রত্যাশার ক্যানভাস নষ্ট হয়েছে নির্দ্বিধায়
ভ্রষ্ট ভালোবাসার নীল আলোয়ানের বিদীর্ণ আঘাতে
পরাজিত পাখিরা ডানা মেলে উড়ে গেছে
রাতের উদাস নক্ষত্র স্রোতের হেয়ালি আকাশে।

আমি এখন !!!
বেলা-অবেলার অগোছালো বিশ্বাসহীন পাণ্ডুলিপি,
নিষিদ্ধ আঁতুড়ঘরের সলতেহীন প্রদীপ,
আমারএই একলা প্রহরের একলা পৃথিবীতে-
বেমালুম স্বস্তির কুয়াশার চাদরে ঢেকে নিজেকে,
জ্যোতির্ময় অলখে হৃদয়ের ক্ষত নিয়ে,
ভালো আছি  অনেক অনেক বেশি ভালো আছি।
_______________________
রচনা'কাল: রক্তিম উষ্ণ সন্ধ্যা  ৮.৩৫ মিনিট
   ১৪-এ জুন শুক্রবার ২০২৪ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
          সংশোধিত ও পরিমার্জিত  
         © Copyright সংরক্ষিত ®