একটি সুন্দর স্নিগ্ধ পবিত্র সকাল
আমার নিভৃত বাতায়নের উঁকি দিয়ে যায়
বসন্ত ছুঁয়ে আসা সুগন্ধিত সকাল
নীল পাহাড়ের চূড়ায় উদ্বেগী ধ্বনি মাখা
রক্তিম আভা ঝরা শুভ্র সকাল।
অজস্র শতাব্দী ধরে দাঁড়িয়ে মনের আঙিনায়
এমন একটি সুন্দর সকালের জন্য
প্রেমের সুতোয় বেঁধে অব্যক্ততার শব্দগুলো
হৃদয়ের অনুভূতিতে বুনবার আশায়
কুয়াশার বন্দীদশা ভেদ করা স্বপ্ন সকাল।
অন্ধকারের বুকে নক্ষত্র পোশাকে
সাঁতার কেটেছে অজস্র জোনাকি অবিরাম
অনন্তের স্মৃতিচিহ্নের সীমানায় দাঁড়িয়ে
ঘরে ফেরা সাঁঝের পাখিদের কানে কানে
বলেছি এমনি সুন্দর সকালের গল্প।
আঁধারের চিলেকোঠায় সুনির্মল প্রত্যাশায়
মেঘের সিঁড়ি বেয়ে নেমে আসা
হৃদয় অলিন্দের ভাবনার ভাঁজে ভাঁজে
নীহারিকা ঝরা গাঢ় অন্ধকারের বুক ছিঁড়ে
মায়ার বাঁধনে বাঁধা অনুপম সকাল।
কত নিংড়ানো গভীর রাতের ইতিহাস হয়ে
অর্ণবের মিতালী ডানায় ভেসে এসেছে
স্বপ্ন প্রহরের মুগ্ধতা নিয়ে বুকে
কত শত আকাঙ্খার শিহরণ জাগানো
মোহনীয় সুবাসে মুখরিত স্বপ্নময় স্মৃতির সকাল।
__________________
রবিবার ২৯ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
Sunday 13 August 2017 খ্রীস্টাব্দ
al-aḥad ২১ জিলকদ 1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®