গত বছরের পাণ্ডুলিপি খুলে অবাক হয়ে ভাবি
কতো কিছু পেলাম কতো কিছু হারালাম,
সুখের স্মৃতিগুলো হৃদয়ে উষ্ণতা দিয়ে গেলো,
আর বিষাদগুলো দিয়ে গেলো নীলাভ অপূর্ণতা,
কিছু প্রাপ্তি আনন্দের মশাল জ্বালালো,
কিছু কষ্টরা দিয়ে গেলো নোনা জলের দাগ কপোলের আঙিনায়।

তুমি জানো আমার এই পাথরের শহরে সব আছে,
প্রেম আছে ভালোবাসা আছে, ভালোগালা আছে,
ঘৃণা মান অভিমান সব আছে, কষ্ট আছে সুখের অধীক,
প্রয়োজন আছে, প্রিয়জন আছে, হাসি কান্না সব আছে,
পাশে থাকা আছে, অযথা চলে যাওয়া আছে।

নেই তো শুধু কারো সাথে কথা বলার নিয়ম,
নেই একান্ত কষ্টে কাউকে কাছে ডাকার নিয়ম,
নেই কেউ চলে যেতে চাইলে তাঁকে আঁটকে রাখার নিয়ম,
নেই খুব বেশি মনে পরলে কারো খোঁজ নেওয়ার নিয়ম,
নেই সেই অমলিন স্মৃতি ভুলার নিয়ম,
নেই মন খারাপে তাঁকে পাশে পাওয়ার নিয়ম।

আজ আমার আসেপাশে সব আছে,
কম্পিউটার আছে, বই আছে,
কলম আছে, ডাইরি আছে,
শুধু মন খুলে লেখার মত কিছুই নেই।
____________________
            উৎসর্গ - ক্যাচালি'কে
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
         সংশোধিত ও পরিমার্জিত  
       © Copyright সংরক্ষিত ®