জীবন পথে ভুল ত্রুটির উর্ধে না তুমি না আমি,
আমারা দু'জনই মানুষ,খোদা-না তুমি না আমি।

আমি তোমায়,তুমিও আমায় দোষ দেয় - কিন্তু,
নিজের একান্ত অস্তিত্বে দেখি,না তুমি না আমি।

ভুলের মাশুল দিতে দিতে জীবন কেঁটে গেলো,
যাপিত সময়ে সে ভুল করেছি,না তুমি না আমি।

অবাক মায়াজালে বাঁধা জীবনের সকল বন্ধন,
বন্ধনের বাহিরে বাঁচবো একা,না তুমি না আমি।

স্বার্থের জবর কেটেই চলি সময়ের অনন্ত পথে,  
ছাড়িনি নিজ সুখ কারো তরে,না তুমি না আমি।

পরকালের চিন্তায় নষ্ট করছি, বর্তমান-ভবিষৎ,
অনন্ত গন্তব্যের সন্ধান জানো,না তুমি না আমি।

দশে নয় পাঁচে নয়,কোটিতে এক জন এনে দাও
চেহারার মতো ভিতরেও স্বচ্ছ,না তুমি না আমি।
_______________
সময়ের দর্শন-২৩/১০/২০২৪
ঢাকা মিরপুর থেকে প্রকাশিত  
© Copyright সংরক্ষিত ®