মানুষের শহরে কেমন অদ্ভুত আঁধার,
আলো আছে, তবু ছায়ার আধিপত্য ভার।
স্বপ্নগুলি মলিন, ধুলোয় ঢাকা দিন,
ভিতরটা পোড়ে, তবু মুখে হাসির ঋণ।
বিচারের দাঁড়িপাল্লা বেঁকে গেছে কাল,
সত্য হারায় প্রতিদিন, মিথ্যে পায় পাল।
আদর্শ বিকোয়ে যায় সস্তার বাজারে,
মানুষের মন এখন গাঁথা লোহার তারে।
কারো ঠোঁটে প্রহসন, কারো চোখে জল,
কেউ শুধু গুণগান, কেউ গুমরে বিফল।
কেউ রাজপথ কাঁপায়, কেউ নীরবে মরে,
কারো আছে শত আলো, কেউ আঁধার ঘরে।
এ কেমন সমাজ, কিসের এ রীতি?
বঞ্চিতের কষ্টে কেন নেই কোন স্মৃতি?
মানুষ কি মানুষ, নাকি নামহীন ছায়া?
বিবেক আজ কোথায়? কেমন তার মায়া?
তবু আশার প্রদীপ, টিমটিমে জ্বলে,
কোনো এক সকালে রোদ উঠবে গলে।
সত্য ফিরে আসবে, ন্যায় জাগবে ফের,
মানুষের সমাজ হবে সত্যি সুন্দর এক ফের।
_______________________
রচনা'কাল: নীরব সন্ধ্যা 9.5০ মিনিট
১৯-এ মার্চ বুধবার ২০২৫ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®