নিশাচর, চাতক অথবা নীলকণ্ঠ যাই বলো না কেন
আমার অপেক্ষা কিন্তু শুধুই তোমার জন্য।
সব সম্পর্ক বা স্পর্শ কি শরীরের হতে হয় এমন'তো নয়,
শব্দের পর শব্দ সাজালেই কি হয় কবিতা?
আমি'তো ছুঁয়েছি তোমায় শুধু চোখ বন্ধ করে
প্রাণ খুলে নিশ্বাস নিয়ে আনন্দের অনুভূতির সাগরে
লৌকিকতাকে পিছনে ফেলে ইন্দ্রিয়কে জাগিয়ে তুলে।
পাওয়া না পাওয়ায় দোদুল্যমান কষ্টানুভূতির-
নীল মাদকতায় ছুঁয়েছি তোমায় নীরব অনুক্ষণে।
স্পর্শবিহীন অনুভূতির ছোঁয়া এক আনন্দের অনুকূল প্রভাতে,
দু'বাহু বন্ধনহীন শূন্যতায় -একা আমি, শুধুই একা,
তবুও জীবন থেমে নেই এক মুহূর্তও
অনাদিকাল থেকে শুধুই একটি চুম্বনের অপেক্ষা,
একটি চুম্বনই আমার পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা,
জানি না কতো প্রতীক্ষার রক্তাশ্রু ঝড়িয়ে এভাবে
ধরা দিবে একদিন সেই কবিতা তোমার ঠোঁটের স্পর্শে...!!!
________________
রচনা মেঘলা দুপুর ২.১৫ মিনিট
১১ জুন রবিবার ২০২৩ খ্রিষ্টাব্দ
২৮-এ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
২২-ই যিলক্বাদ ১৪৪৪ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
©️ Copyright সংরক্ষিত ®