বাবুই পাখির বাসা বাঁধার কারুকাজ দেখে
ইচ্ছে হলো নিজের বাসা বাঁধার, একান্ত যতনে
জীবনের শুকিয়ে যাওয়া সব খড়কুটো দিয়ে
মৌসুমের হাওয়ায় উড়ে আসা কিছু স্বপ্ন গুছিয়ে
হৃদয় অলিন্দে বসন্ত কোকিলের মধু কণ্ঠের আবির্ভাব নিয়ে।  
বিশুদ্ধ অনুভূতির উপত্যকার স্বপ্নের মন্দিরে
জোনাকির শব্দহীন ডানার রূপালী সুখগুলোর আভাসে  
মন ফড়িং-এর বর্ণিল ডানার প্রতিধ্বনিতে ভেসে
সন্ধ্যা মালতীর কুঁড়ি ফোটা স্তব্ধ মুগ্ধতায়
হৃদয়ের রঙিন সুতো দিয়ে স্বপ্নের মালা বুনে যাই,
একটি সুখের সূক্ষ্ম সূত্র একটি দূঃখের সমান ভাগাভাগি করে
এই ভেবে একদিন এভাবেই উড়বো বলে সুখের উল্লাসে।

অপ্রশম্য কষ্টগুলো হারিয়ে যাক অনলীয় পৃথিবীর প্রান্তে
মিলনের অনিন্দ্য আকুলতা নিয়ে ছুটে আসুক শান্ত নীড়ে।
প্রতিটি প্রশান্তির দীর্ঘশ্বাসের অনিন্দ্য আনন্দ নিয়ে
মুখরিত হোক অনুরাগের শব্দ মালায় সময়ের পাণ্ডুলিপি।
সন্ধ্যার গুচ্ছ গুচ্ছ অন্ধকারের প্রাচীর ভেঙে
কুয়াশা নিঃশব্দে দূরে সরে যাক কাঁচা নীল ভীতিগুলো
সুবাসে ভরে যাক হৃদয়ের বাতায়ন অক্ষয় প্রেমের মাধুরী নিয়ে
জীবনের মায়ারূপ ভুলিয়ে  মনের সব অব্যক্ত শব্দগুচ্ছে
সংকীর্ণতা উড়ে যাক শুভ্র কাননে ঝিলমিল আলোয়
রংধনু নেমে আসুক খুশির বন্যা হয়ে মধু শব্দের অনুরণে।
____________________
উপলদ্ধিঃ শীতল সকাল  ১১.৪৫ মিনিট
২- ই- ডিসেম্বর শুক্রবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১৭ -ই অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
৮ -ই জমাদিউল আউয়্যাল ১৪৪৪  হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
      © Copyright সংরক্ষিত ®