মনের অবন্তী ছুঁয়ে যায় কিছু অযাচিত স্বপ্ন
নিজ সত্ত্বায় ভালো থাকার ষোড়শী ইচ্ছে নিয়ে
স্বপ্নিল সপ্তবর্ণার অনুভূতির অলিন্দে
প্রতিক্ষণে আমার নিভৃত চিন্তার জানালায়
অদূর মলয়ের সুগন্ধি ভাসে
একাকীত্বের নিদারুণ অবসাদ প্রহরে।

কপালে অসংখ্য গভীর ভাঁজে ভাঁজে
নত জানু বার্ধক্যের বর্ণহীন শরীরের আঙিনায়
এখন আর রজনীগন্ধার সৌরভ আসেনা
প্রস্থানের চিরচেনা ধ্বনি উচ্চারিত পদে পদে
সময় ভাঙ্গার আওয়াজ নিয়ে
শূন্যতায় ঘিরে আছে হৃদয়ের চারিপাশ।

মনের নিথুয়া পাথারে একমুঠো নিঃসঙ্গতা
অভিমানের চাদর জড়িয়ে শরীরে এগিয়ে যায়
ভালো থাকার অপূর্ব এক স্বপ্নবিলাসে
চোখের পালকের নিচ্ছিদ্র ধূসর রঙগুলো
তিরস্কারের অট্টহাসিতে জানায়
তোমার আর ভালো থাকা হবেনা কখনোই।
____________________
জন্মকাল:বৃষ্টিভেজা সকাল ৮.৪৫ মিনিট
২৭'এ ফেব্রুয়ারি বুধবার ২০১৯ খ্রিষ্টাব্দ
১৫'ই ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®