অনেক বার ভেবেছি একাকী নীরবে
আসলেই কি প্রেম বলে কিছু নেই পৃথিবীতে।
শুনেছি প্রেম নামক অনুভূতি নাকি বড়ই ছোঁয়াচে
ঠিক তার জন্যই ভালোবাসার স্পর্শ নিতে
মৌমাছি যায় ফুলের কাছে,
মৌমাছি জানতে চায়, ফুলের কানে গুনগুনিয়ে,
ফুলের পরবর্তী জীবনের কাহিনী,
ঝরা শিউলি-বকুলের কান্নার আত্মদহন।
শুনেছে কি কেউ কখনো সেই বিরহের গান
ঝরা শিমুল কাঁদে, পলাশ কাঁদে
তবুও কেন ভ্রমরের পাখায় থাকে গুঞ্জন মধুর ঘ্রাণ,
আসলেই কি প্রেম বলে কিছু নেই পৃথিবীতে।
প্রেম নামক অনুভূতি নিয়েই সাগরে উঠে উত্থাল ঢেউ,
তবু কেউ বলে প্রেম নিছক মায়া চাঁদ নয় সাগরের কেউ।
লক্ষ বছরের ইতিহাসে কোথাও কি নেই মানুষের প্রেম,
জাগ্রত রয়েছে জগতের বুকে শুধুই কি বিরহের নীল হেম।
মৌমাছি নয় তার প্রেমিক জেনেও,
কেনো ফুল বাড়ায় তার বিকশিত বুক,
কিসের ছন্দে আজ মাতাল এই পৃথিবী,
কেনো খুঁজে ফেরে এক স্বর্গীয় সুখ।
আমি জানতে চাই ফুলের কাছে সেই বিরহের বেদনায়
মৌমাছি-ভ্রমর সকলেই কি জানে প্রেম বলে কিছু নাই।
কিসের টানে ছুঁটে আসে অস্থির ঢেউ সাগর মোহনায়,
কিসের প্রত্যাশায় ভেসে বেড়ায় মেঘ সুদূর নীলিমায়।
কিসের আভাসে নীড়ে ফিরে পাখি এই রক্তিম সন্ধ্যায়,
কেন গায় হৃদয় বিরহের গীত, কি পাওয়ার প্রত্যাশায়।
_____________________
রচনা: হলুদ সকাল ১০.৩৫ মিনিট
২৪ মার্চ বৃহস্পতিবার ২০২২ খ্রিষ্টাব্দ
১০- এ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ
২১-ই শাবান ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
©️ Copyright সংরক্ষিত ®