অনেক দিন পরে আবার এক নিদারুণ প্রতীক্ষার অবসান ঘটিয়ে
মায়ার টানে জীবনের বন্ধনের এক মায়াবী আকর্ষণে
একাকীত্বের মায়াজাল ছিন্ন করে বের হলাম সব কিছু গুছিয়ে
অদেখা সুখের সন্ধানে এক নিবিড় সুখস্বপ্নে ভেসে
অনুপম অনুভূতিগুলো লুকিয়ে মনের একান্ত গভীরে
অবশেষে ফিরলাম নিজ শিকড়ে
মনের টানে দেশের টানে ভালোবাসার টানে,
মেঘের বুক বিদীর্ণ করে, নীল গগনের নীলাভ রং ছুঁয়ে
মাঝ পথের লম্বা এক বিশ্রামের ফাঁকে,
অনেক কিছুই ভেসে এলো মনের দর্পণে,
কত ভালোবাসার অনিন্দ্য প্রহরগুলো কেটেছে এভাবেই
বুকের কোনায় একমুঠো মিষ্টি ব্যথা নিয়ে
অবসানের সকল চেষ্টার ফুল অনুরাগের অন্তরালে
অবশেষে গন্তব্যের সব দ্বিধা পেরিয়ে,
মায়ার বাঁধনে বেঁধে জীবনের সব ছোটো ছোটো আনন্দগুলো
দিলরুবা মনোহর স্বপ্নগুচ্ছ বেঁধে মনের দর্পণে
পৌঁচেছি কল্পনার স্বপ্নগুলো বাস্তবায়নের অঙ্গীকারে
সকলের দোয়া প্রার্থনার পূর্ণতায় –
অবশেষে মন ভরা নিদারুণ প্রত্যাশাকে বাস্তব রূপ দিয়ে,
এক গভীর আনন্দ আয়োজনে, প্রণয় বাসরে
দর্পণের পাশে দু’জন দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়ে দেখি
কারও জন্যই একটা জীবন যথেষ্ট নয়,
ভালোবাসার জন্য, মায়ার জন্য প্রণয়ের জন্য।
_____________________________
উপলদ্ধিঃ বৃষ্টি ভেজা বিকেল  ৪.৪৫ মিনিট
২৪ জুলাই রবিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
৯-ই- শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
২৫-ই জ্বিলহজ্ব ১৪৪৩ হিজরী  
মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে
©️ Copyright সংরক্ষিত ®