আমার মনের কুঁড়েঘরের ছোট্ট আঙ্গিনার
হৃদয় বাগিচায় ফুটেছে ভালোবাসার রক্তিম কৃষ্ণচূড়া
তোমারই আশায় শিশির জমেছে পাপড়িতে
জীবন নদীর উত্তাল ঢেউয়ের সন্নিকটে  
নির্জনে পলকহীন দৃষ্টিতে চেয়ে থাকে তোমার আশায়।

তুমি বলে দাও কি নাম দেব এই সম্পর্কের
জ্যোৎস্না ভেজা চাঁদের সাথে মেঘের কি এমন সম্পর্ক
কেন এতো মধুর লুকোচুরি খেলা দু'জনার মাঝে
কি মায়ায় চাঁদ লুকোয় শুভ্র মেঘের বুকে
পদ্মদীঘিতে ডুবে যায় প্রণয় শেষে শান্ত চিত্তে অনায়াসে।

এমন কি মুগ্ধতার জাদু ছিল কৃষ্ণের বাঁশিতে
লোকলাজ ভুলে নির্দ্বিধায় আসতো রাধা নির্জন অরণ্যে
নীলপদ্ম ফোটা দীঘির জলে প্রেমের ভেলা ভাসিয়ে
পাতার ছায়া মাখা মায়ার আঁচল উড়িয়ে
ফুলশয্যা রাতের অভিসারে হারিয়ে স্বর্গসুখ হৃদয়ে লুফে।

এই সম্পর্কের কোন নাম হয় না কখনোই
শুধুই হৃদয় দিয়ে হৃদয় পরিপূর্ণতা পায় সুরের মহিমায়
প্রেমের সুগন্ধ ছড়ায় সন্ধ্যানামা মালতীর বুকে
মাঝে মাঝে শব্দহীন প্রেম অভিমান থাকে
নামহীন নিস্পাপ সম্পর্কের অন্তরালে পরিণয়ের বন্ধনে।  
________________
২৫ জানুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®