( ষটপদী )
আমি আমার মন কে শুধাই অবুঝ মন তোর হয়েছি কি,
অবশেষে অজানাই রয় নির্ঘাত ব্যাকুলতার কারণ কি।
আমি নির্বাক আমি বাকরুদ্ধ আমার এই জীবনের অর্থ কি,
আমি জানিনা আমার এই নিঃস্বার্থের উপাসনার মর্ম কি।
হে মহা শক্তি ! তুমি বলো তোমার সৃষ্টি শক্তির বাস্তবতা কি,
তুমি একক তুমিই একা তবে এতো লুকোচুরির রহস্য কি।
________________
২৯ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®