রজনী শেষে সুবেহ সাদিক,  
আলোর ধারা ঝরে ধীরে।  
সিয়ামের শেষে খুশির বাতাস,  
মাটির বুকে নূরের নীড়ে।  

রোজার শেষে বিজয় জয়ের  
সুসংবাদ এলো দ্বারে,  
আত্মশুদ্ধির পবিত্র মালা  
গাঁথা হলো হৃদয় ভরে।  

দরিদ্র-ধনী একাকার আজি,  
স্নেহে মাখা হাতের মেলায়।  
ভ্রাতৃত্ব গড়ে শুভ্র আলোর  
ঈদের খুশি হৃদয় জুড়ায়।  

নব চাঁদের রূপের আলো  
বয়ে আনে শান্তি, ছায়া,  
কণ্ঠে ধ্বনিত তাকবির ধ্বনি,  
প্রশান্তির মোহনায় মায়া।  

এদিন ভালোবাসার ভাষা,  
এদিন স্নেহ, এদিন দয়া,  
এদিন মোচন পাপের ভার,  
এদিন রইল রহমত মায়া।  

ঈদ মোবারক! শান্তির বারি  
ঝরে পড়ুক সকল প্রাণে।  
শুদ্ধ হৃদয়, পবিত্র বায়ু  
বয়ে যাক বিশ্বে সবার মনে।
_____________________________
    রচনা'কাল: পরিশ্রান্ত বিকেল ৫.৫০ মিনিট
      ২৯-এ মার্চ শনিবার ২০২৫ খ্রিস্টাব্দ
   গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
            সংশোধিত ও পরিমার্জিত  
          © Copyright সংরক্ষিত ®