আবার হিমশীতল রাতে সুবাসিত পুষ্পের ডালি সাজিয়ে,
তোমার নিভৃত দরজায় এসে দাঁড়াবো নিঃশব্দে।  
ঘরের কড়া নাড়বো এক আকাশ প্রত্যাশা নিয়ে চোখে -
আশাতীত আহ্ববানে জানাবো তোমাকে নিশ্চিন্ত বিশ্বাস নিয়ে।
তোমার এই ক্লান্ত একাকিত্বের সংসারে এসে
রাতদুপুরে আমি আর তুমি নীরবে পাশাপাশি বসে,
এক বিশুদ্ধতার ছোঁয়ায় হাসবে হৃদস্পন্দনে আবর্তিত প্রেম
হাতে দিবো নীল খামে ভরা ভালোবাসার চিঠি।
নয়নের উপচে পড়া তপ্ত নোনাজলের অন্তরালে,
কেবল তোমারই প্রতিচ্ছবি ভাসে প্রতিনিয়ত।  
হৃদয়ের গহীনে নির্মাণ করি প্রেমের এক অদেখা সাম্রাজ্য!
আমার দৃষ্টি দিয়ে তোমায় দেখাতে ইচ্ছে করে
ভালোবাসার রংধনু, সাবলীল স্বপ্ন,জীবনের প্রত্যাশা
জলেশ্বরের কার্নিশে দাঁড়িয়ে-তোমার অস্তিত্বে মিশে যাবো
বাহুডোরে নিখাঁদ নির্ভরতার আবেশ জড়িয়ে
তোমাকেই জানাবো তোমাতে নিঃস্ব হওয়ার গোপন আর্তি।

অতঃপর!
অনাবিল সুখ গৃহের চৌকাঠে কখনোই পা রাখা হবে না,
কোনদিন বলা হবে না একলা শব্দের কষ্টগুলো।
যখন ঘনিয়ে আসবে আঁধার রক্তিম নীলিমার বুক চিরে,
দেখবে একদিন পাথর পথে আঁধারের চির ঠিকানায়-
আমি হারিয়ে গেছি পৃথিবীর বাজারে অনুভূতির বেচাকেনায়।
-------------------------------------------
রচনা'কাল: শীতল সন্ধ্যা  ৯.৩০ মিনিট
৮ এ জানুয়ারি সোমবার ২০২৪ খ্রিস্টাব্দ
         ২৫-এ- পৌষ  ১৪৩০ বঙ্গাব্দ
২৬ - এ জামাদিউল আখির ১৪৪৫ হিজরী
    গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
          সংশোধিত ও পরিমার্জিত  
       © Copyright সংরক্ষিত ®