ল্যাম্পোস্টের নিয়ন আলোর দর্পনে  
চেনা জানা রাস্তাটা যেন ম্লান হয়ে আছে
সুনসান রাতের সেই নির্জন গলিটাও সাক্ষী হয়ে আছে  
অপরিণত কোন শতাব্দীর নিহিত প্রেম কাব্যের।
তৃষিত চাতকিনী চোখ আকাশ পানে চেয়ে আছে  
কয়েক ফোঁটা বৃষ্টি নামার আশায়।
উজানের স্রোত শুধু নিশ্চুপ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে  
হেলায় খেলাঘর বাঁধা নিষ্প্রাণ বালুচরের বুকে।

কাঙ্খিত বাহুডোর বাসন্তী রাত্রির শীতল ভোরে
উষ্ণ আলিঙ্গনের স্বপ্নে বিভোর থাকে নির্বাক উল্লাসে,
রাতের পাখিদের কল্লোল ধ্বনি প্রশান্তির প্রলেপ দিয়ে যায়
মাঝ রাতের দগ্ধ বিছানার চূর্ণ বিচূর্ণ ভাঁজে।
শূন্যতা ঘিরে থাকে সঞ্চিত জলনদীর মরুভুমি হয়ে
এলোমেলো বাতাসের হাহাকারে কাঁচ ভাঙার সুর বাজে
রজনীগন্ধার মৃত বুকের অশান্ত বীণায়।

শাশ্বত কালের দূর্দম পথে বিসর্জিতার ছায়াটুকু আজো নিশ্চুপে
নৈশব্দের সম্ভারে রঙিন জীবনের প্রার্থনায়,
কতো বর্ষ পেরিয়ে যায় নির্দয় ষড়ঋতুর আবর্তনে
রাত্রি নেমে আসে সময়ের বুকে পক্ষীরাজের গতিতে  
শত শতাব্দী কেটে যায় এভাবেই অন্তহীন অপেক্ষায়......।
______________________
রচনা'কাল: নিবিড় তপ্ত দুপুর ১.১৫ মিনিট
        ২২ মে  বুধবার  ২০২৪ খ্রিস্টাব্দ
  গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
             সংশোধিত ও পরিমার্জিত  
          © Copyright সংরক্ষিত ®